Popular Posts

Monday, December 22, 2008

পিসির সাউন্ড(বিপস) শুনে কিভাবে বুঝবেন কী (এরর) ঘটলো ?

সাধারণত আমরা যারা পিসি ইউজার তারা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের সাউন্ড (বিপ) শুনে অভ্যস্ত। তবে অনেকেই এই বিপসের বিভিন্নতা সম্পর্কে তেমন জ্ঞাত নন। আমি নিজেও তেমন জানতাম না। তবে নিজের প্রয়োজনে বিভিন্ন সময়ে কাজ করতে গিয়ে যে সকল শব্দ সংকেত সম্পর্কে জানতে পেরেছি তা সবার সাথে শেয়ার করার উদ্দেশ্য এই ব্লগ লেখা -

খু্ব সংক্ষিপ্ত বিপ
---------------
এই ধরনে শব্দ সংকেত মূলতঃ মাদারবোর্ড এর সাথে সম্পৃক্ত॥ অন্যভাবে বলা যায় যে, এই ধরনের শব্দ সংকেত সিস্টেম মেমোরীর এরর এর সাথেও সম্পক্ত। [সিস্টেম মেমোরী=বায়োস মেমোরী]

পর পর তিনটি ছোট বিপের পর একটি লম্বা বিপ
-------------------------------------------------
সাধারনত এই ধরনের শব্দ সংকেত গ্রাফিক্স কার্ড এর সাথে সংশ্লিষ্ট।

পর পর তিনটি বড় বিপের পর একটি ছোট বিপ
-------------------------------------------------
সিস্টেম মেমোরীর এররের সাথ সংশ্লিষ্ট এই শব্দ সংকেত।

বিপ - বিরতি - বিপ -বিরতি- দুটি পরপর বিপস
---------------------------------------------
মূলত সিপিউ এর সাথে সংশ্লিষ্ট এই শব্দ সংকেত।

তিনটি বিপস - বিরতি - তিনটি বিপস - বিরতি- চারটি বিপস
---------------------------------------------
এই ধরনের শব্দ সংকেত ভিডিও মেমোরীর এররের সাথে সংশ্লিষ্ট ।

তিনটি বিপস - বিরতি - চারটি বিপস - বিরতি- একটি বিপ
---------------------------------------------
এই ধরনের শব্দ সংকেত গ্রাফিক্স কার্ড এররের সাথে সংশ্লিষ্ট ।

পাঁচটি ছোট বিপস
-----------------
সিপিউ এর সাথে সংশ্লিষ্ট এই শব্দ সংকেত।

লম্বা স্থির বিপস
---------------
এটি মূলত সিস্টেম মেমোরীর সাথে সংশ্লিষ্ট।

ছোট স্থির বিপ এবং উচ্চস্বরের বিপ
--------------------------------
সিপিউ এর তাপমাত্রা অতি উচ্চ মাত্রা নির্দেশ করছে।

==========

No comments:

Post a Comment

HOME : SHARE YOUR IDEAS