Popular Posts

Saturday, February 7, 2009

আমাদের নেট স্পিড কেমন ??

আমরা যারা বাসায় কিঙবা অফিসে ইন্টারনেট ব্যবহার করি, তারা প্রায়শই আমাদের ইন্টারেন্ট সার্ভিস প্রোভাইডারের দেয়া তথ্যের উপর ভিত্তি করে অনুমান করে নেই যে আমাদের নেট স্পিড কেমন।

তাৎক্ষনিকভাবে প্রায়শই আমরা প্রকৃত নেট স্পিড জানার জন্য কিছু টুলস ব্যবহার করি। এই ধরনের একটি কার্যকরী টুলস হচ্ছে ডিইউমিটার - ফ্রি-তে ডাউনলোড করা যায় এটি এমন একটি টুলস এবং সেই সাথে ব্যবহার করাটাও অনেক সহজ। তবে অনেকেই শুধু মাত্র মাঝে মাঝে নেট স্পীড জানার জন্য এমন একটি টুলস ডাউনলোডের ঝামেলায় যেতে চাইবেন না । সেক্ষেত্রে, আপনাদের জন্য এমন একটি ওয়েব সাইট সম্পর্কে জানাতে পারি যেখান হতে খুউব সহজে আমরা জানতে পারি সাথে সাথে আমাদের নেট স্পীড এবং কিছু বাড়তি তথ্য।

সাইটটি হচ্ছে - ব্রডব্যান্ড স্পীড টেস্টার

আর যারা ডিইউ মিটার ব্যবহার করতে চান তাদের জন্য- ডাউনলোড লিংক

No comments:

Post a Comment

HOME : SHARE YOUR IDEAS