অনেক দিন পর ব্লগে এলাম । আমরা যারা ইন্টারনেট ইউজার তাদের কাছে মজিলা ফায়ারফক্স একটি অন্যতম জনপ্রিয় ব্রাউজার।
আজ মজিলা ফায়ারফক্স এর কিছু সাধারণ টিপস নিয়ে আলোচনা করব
প্রথমে বলি এবাউট কনফিগ এর কথা । এখানে গিয়ে অনেক সেটিংস নিজেদের সুবিধামত পরিবর্তন করে নেয়া যায়। ব্রাউজারের এড্রেসবারে about:config টাইপ করুনএন্টার দিন। দেখুন - কী আছে ......
এর পর বলি - দ্রুত কীভাবে একের পর এক ব্রাউজিং ট্যাব খূলবেন। কীবোর্ড শর্টকার্ট হচ্ছে - CTRL + T
আর তৃতীয় আরেকটি টিপস বলি -
অনেকগুলো ব্রাউজিং ট্যাব খোলা থাকলে একের পর এক ট্যাবে যেতে হলে কীবোর্ড শর্টকার্ট :
ধরে রাখুন CTRL + # [ # অর্থ ১-৯ সংখ্যা] এখানে # হচ্ছে ব্রাউজিং ট্যাবের সংখ্যা ।
অন্য আরেকটির কথা বলি এবার : -
কোন লিংক আলাদা একটি ট্যাবে খুলতে চাইলে লিংকটি মাউস দিয়ে ক্লিক করার সময় CTRL ধরে রাখুন আর অন্য একটি আলাদা ব্রাউজিং উইন্ডোতে খুলতে চাইলে মাউস দিয়ে ক্লিক করার সময় SHIFT ধরে রাখুন।
- এরকম অনেক সাধারণ টিপস আছে যা দিয়ে আমরা আমাদের পিসি ব্যবহার কিঙবা নেট ব্রাউজিং সহজ এবং স্মুথ করে ফেলতে পারি।
[এই সাধারণ টিপসগুলির অনেককিছুই অনেকেই হয়ত জানেন, তবে যারা জানেন তাদের কাছ হতে আরো এডভান্স পেতে পারি আমরা এই পোস্টের আলোচনায় আর যারা জানেন না তারা হয়ত উপকৃত হবেন এ দ্বারা]
Sample Form For Loan- ঋণের জন্য ফরম
-
সরকারী কাজে প্রায়ই এই ধরণের ফরম প্রয়োজন হয়। যাদের এসব ফরম প্রয়োজন হয় তারা
সেই সময় বেশ হতাশ হয়ে যান সঠিকভাবে ফরম পূরণ করতে না পারার কারণে। আমাদের এই
ডিজিটা...
9 years ago
No comments:
Post a Comment