Popular Posts

Saturday, April 11, 2009

আপনার পিসি হতে সেফম্যাস ট্রজান কিভাবে রিমোভ করবেন ?

আপনার পিসি হতে সেফম্যাস ট্রজান কিভাবে রিমোভ করবেন - এটা বলার আগে জেনে নেই -

আক্রান্ত হলে স্টার্ট আপে এই ট্রজান এক্টিভেট হয় এবং টাস্কবারে দেখা যায় একটা হাতের প্রতিক সহ। আমার অভিজ্ঞতা বলে, এই ট্রজান পিসি স্লো করে। হয়ত অন্যরা আরো কিছু এফেক্ট জানেন। আশা করি শেয়ার করবেন।

পিসি থেকে ট্রজান রিমোভাল টিপস :

প্রথমেই টাস্কবার থেকে এটি বন্ধ করি মাউসের রাইট ক্লিক ব্যবহার করে।
এর পর

স্টার্ট মেনুর রান অপশনে গিয়ে টাইপ করুন রান regedit এবং
এরপর নিচের ক্রম অনুসরন করুন।

\REGISTRY
\MACHINE
\SOFTWARE
\Microsoft
\Windows
\CurrentVersion
\Run
\SafeMass - ডিলেট করুন।

এখানে SafeMass লেখা সব রিমোভ করুন।

** আপনি চাইলে রেজিস্ট্রিতে সার্চ দিয়েও খুজে পেতে পারেন SafeMass এবং দেখে দেখে ডিলেট করুন।

**** রেজিস্ট্রি এডিট সম্পর্কে নতুন ব্যবহারকারী সতর্কতা অবলম্বন করবেন যাতে অন্য কিছু ডিলেট বা রিমোভ না হয়ে যায়। প্রয়েজনে কোন অভিজ্ঞ ব্যবহারকারীর সহায়তা নেবেন।

******
অন্য আরো অনেক টিপস - এর জন্য http://technologysyi.blogspot.com/

No comments:

Post a Comment

HOME : SHARE YOUR IDEAS